Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৭, ১২ নভেম্বর ২০২৫

পুরান ঢাকার মামুনকে গুলি করা দুই শুটার গ্রেফতার

পুরান ঢাকার মামুনকে গুলি করা দুই শুটার গ্রেফতার
ছবি: সংগৃহীত

পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন হত্যাকাণ্ডে জড়িত দুই শুটারকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার দুইজন হলেন রুবেল ও ইব্রাহিম—দুজনই পেশাদার শুটার হিসেবে বিভিন্ন চক্রের হয়ে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।

ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, হত্যাকাণ্ডের পর তারা সীমান্ত পাড়ি দিয়ে দেশ ছাড়ার চেষ্টা করছিলেন। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এর আগে সোমবার (১০ নভেম্বর) দুপুরে পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় তারিক সাইফ মামুনকে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্বজনরা জানিয়েছেন, পুরোনো একটি মামলায় আদালতে হাজিরা দিয়ে আফতাবনগরের বাসায় ফেরার পথে মামুনকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। তার মাথা ও বুকে একাধিক গুলি লাগে। দুই বছর আগেও রাজধানীর তেজগাঁও এলাকায় মামুনের ওপর হামলার চেষ্টা হয়েছিলো।

পুলিশের ভাষ্য অনুযায়ী, নিহত মামুন ছিলেন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ‘ইমন-মামুন গ্রুপ’-এর অন্যতম প্রধান। একসময় তিনি রাজধানীর কুখ্যাত সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের সহযোগী ছিলেন। তবে পরে ক্ষমতা ও এলাকা দখল নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ ও দ্বন্দ্ব শুরু হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপকমিশনার মল্লিক আহসান সামী বলেন, নিহত মামুন হচ্ছেন ইমন-মামুন গ্রুপের মামুন। তিনি পুলিশের তালিকাভুক্ত একজন শীর্ষ সন্ত্রাসী ছিলেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, দুপুর ১২টার পর গুলিবিদ্ধ মামুনকে মৃত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার দুই শুটারকে জিজ্ঞাসাবাদে হত্যার পরিকল্পনা, অর্থ লেনদেন ও অন্য সহযোগীদের নাম জানা যেতে পারে। মামুন হত্যাকে ঘিরে রাজধানীর অপরাধচক্রে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে বলে আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি