গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা
সীমান্ত নিরাপত্তায় কৌশলী হওয়ার তাগিদ স্বরাষ্ট্র উপদেষ্টার
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্তসংক্রান্ত সমস্যা সমাধানে কৌশলী হওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, সীমান্ত দিয়ে যেন বাংলাদেশের কোনো অপরাধী বা সন্ত্রাসী পালিয়ে যেতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক ও সজাগ থাকতে হবে।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিজিবি দিবস উপলক্ষে রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্ত এলাকায় চোরাকারবার একটি বড় সমস্যা। সীমান্তকে নিরাপদ রাখতে চোরাচালানকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে সীমান্তে দায়িত্ব পালনরত সদস্যদের নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা শুধু রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রশ্ন নয়, এটি জাতীয় নিরাপত্তার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। এ কারণে সীমান্তে দায়িত্বপ্রাপ্ত বাহিনীকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে, যাতে কোনও ধরনের অপরাধী চক্র সীমান্তকে অপরাধের নিরাপদ পথ হিসেবে ব্যবহার করতে না পারে।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ করা একটি বড় দায়িত্ব। সরকার একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সবার দেশ/কেএম




























