Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩৪, ২০ ডিসেম্বর ২০২৫

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে আ’লীগ নেতার মৃত্যু 

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে আ’লীগ নেতার মৃত্যু 
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে নিজ বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে কাজী মঞ্জুর মোর্শেদ রাজু নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। তিনি ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর বাঘমারা এলাকায় নিজ বাসায় এ দুর্ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের দাবি, পুলিশের অভিযানের সময় গ্রেফতার এড়াতে তিনি আতঙ্কে দোতলার ছাদ থেকে লাফ দিয়েছিলেন।

নিহতের ভাই কাজী শিপলু জানান, ঘটনার সময় কোতোয়ালি থানা পুলিশের একটি দল রাজুর বাসায় গিয়েছিলো। পুলিশ সদস্যরা বাসার প্রধান ফটকে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং রাজু বাড়িতে নেই বলে জানতে পেরে সেখান থেকে ফিরে যান। কিন্তু রাজু ভেতরে থেকে বিষয়টি বুঝতে না পেরে পুলিশের হাতে ধরা পড়ার আশঙ্কায় ছাদ থেকে নিচে লাফ দেন। নিচে পড়ার সময় ভবনের বারান্দার সঙ্গে ধাক্কা লেগে তার মাথায় প্রচণ্ড চোট লাগে।

আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ সময় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী সাথী খাতুন দাবি করেছেন যে, রাজু গত কয়েক বছর ধরে রাজনীতিতে সেভাবে সক্রিয় ছিলেন না। তবুও পুলিশের তল্লাশিতে তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন।

এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, এটি পুলিশের একটি নিয়মিত অভিযানের অংশ ছিলো। তারা খবর পেয়ে ওই বাসায় গিয়েছিলেন। তবে পুলিশের উপস্থিতি এবং রাজুর ছাদ থেকে লাফ দওয়ার ঘটনার মধ্যে ঠিক কী সংযোগ ছিলো, তা খতিয়ে দেখা হচ্ছে। আওয়ামী লীগ নেতার এমন আকস্মিক মৃত্যুতে ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

এক হাদির জানাজায় লাখো হাদির উপস্থিতি
হাদির কবরে মাটি দিয়েই কান্নায় ভেঙে পড়লেন হাসনাত
জাতীয় কবির পাশে চিরনিদ্রায় শায়িত শহীদ ওসমান হাদি
পাকিস্তানে সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলা, নিহত ৯
লন্ডন থেকে ফিরেই হাদিকে মর্গে দেখতে গেলেন জামায়াত আমির
ওসমান হাদি হত্যার মাস্টারমাইন্ড শাহীন চেয়ারম্যান
পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে আ’লীগ নেতার মৃত্যু
লন্ডনের পথে জুবাইদা রহমান, ফিরবেন তারেক রহমানসহ
শেখ হাসিনাকে আশ্রয় দেয়া ভারতের মানবিক ঐতিহ্যের অংশ
ইলিয়াসের ২২ লাখ ফলোয়ারের ফেসবুক পেজ সরিয়ে নিলো মেটা
‘টিকটকে আসক্ত’ স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ লুকালেন স্বামী
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত
সব দেশপ্রেমী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বিএনপির
লন্ডনে শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা
বিএনপির মাসুদ সরে দাঁড়ানো থেকে ফিরে এসে যা বললেন
ধানের শীষে নির্বাচনের জন্য দল ছাড়ছেন জোটের নেতারা
হাদির হত্যায় জাতিসংঘের নিন্দা: স্বচ্ছ তদন্তের আহ্বান