Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২২, ১৩ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০১:২৪, ১৩ ডিসেম্বর ২০২৫

হাদির ওপর হামলা নির্বাচন বানচালের নীলনকশা: গণতান্ত্রিক সংস্কার জোট

হাদির ওপর হামলা নির্বাচন বানচালের নীলনকশা: গণতান্ত্রিক সংস্কার জোট
ছবি: সংগৃহীত

ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলাকে নির্বাচন বানচালের সুস্পষ্ট নীলনকশা হিসেবে আখ্যায়িত করেছে তিন দলীয় গণতান্ত্রিক সংস্কার জোট। জোটের শীর্ষ নেতারা বলেছেন, এ হামলা শুধু একজন প্রার্থীর ওপর নয়—গণতন্ত্র, আইনের শাসন ও নাগরিক নিরাপত্তার ওপর সরাসরি আঘাত।

শুক্রবার (১২ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জোটের মুখপাত্র নাহিদ ইসলাম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম এবং আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

বিবৃতিতে নেতারা বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই ফ্যাসিবাদী চক্র সক্রিয় হয়ে উঠেছে। সন্ত্রাসী হামলা ও হুমকির মাধ্যমে তারা রাজনৈতিক মাঠ অস্থিতিশীল করে নির্বাচনী পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে। তারা অভিযোগ করেন, ভিন্নমতের রাজনীতিকে দমানোর পুরোনো কৌশল আবারও সামনে এসেছে, যা একটি সভ্য সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার জন্য লজ্জাজনক।

জোট নেতারা বলেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা কখনোই সশস্ত্র হামলার জায়গায় যেতে পারে না। জনগণের মৌলিক অধিকারের অংশ হিসেবে প্রতিটি প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করা সরকারের বাধ্যবাধকতা। নির্বাচনের আগে বা চলাকালে সহিংসতার যেকোনো ঘটনা শুধু অনিরাপত্তাই বাড়ায় না, বরং ভোটারদের মনেও আতঙ্ক সৃষ্টি করে।

তারা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। সহিংসতার মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া নস্যাৎ করার যেকোনও চেষ্টা কঠোর হাতে দমন করতে হবে। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা ছাড়া সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়।

বিবৃতিতে শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করে জোট নেতারা বলেন, এ ঘটনার দ্রুত ও স্বচ্ছ তদন্ত প্রয়োজন। হামলাকারীরা কারা, কেন হামলা চালালো—এসব প্রশ্নের উত্তর জাতি জানতে চায়।

শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় রিকশাযোগে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত খুব কাছ থেকে হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তার অবস্থা এখনও সঙ্কটাপন্ন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার
দিল্লির আধিপত্য ঠেকাতে ঐক্যের ডাক
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি-জামায়াত -এনসিপির বৈঠক
জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপি আক্তারুজ্জামান
হাদিকে গুলি করা ফয়সাল যেভাবে জামিন পেলেন
হাদির হামলাকারীর ছবি প্রকাশ, তথ্যদাতাকে পুরস্কারের ঘোষণা
বাংলাদেশি নাবিকসহ তেলবাহী ট্যাঙ্কার আটক করলো ইরান
কেরানীগঞ্জে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৪৫ জন উদ্ধার
শ্বাস নিতে পারছেন হাদি, জানালেন ফাহিম ফারুকী
হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, গ্রেফতারের প্রস্তুতি
হাদির দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট, অবস্থা ‘অত্যন্ত সংকটজনক’
হাদির ব্রেইন স্টেমে ‘ম্যাসিভ ইনজুরি’, সংকটময় ৭২ ঘণ্টা
হাদিকে দেখতে হাসপাতালে ছুটলেন তিন উপদেষ্টা