সুনামি সতর্কতা জারি
জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপলো হোক্কাইদো
জাপানের হোক্কাইদো দ্বীপে শক্তিশালী ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে হঠাৎ কেঁপে ওঠে দেশটির উত্তর ও পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো আওমোরি প্রিফেকচারের উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের ৫০ কিলোমিটার গভীরে।
জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানায়, ভূমিকম্পের পর উত্তর-পূর্ব উপকূলে তিন মিটার বা ১০ ফুট উচ্চতার সুনামি আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। হোক্কাইদো, আওমোরি ও ইওয়াতে প্রিফেকচারের বাসিন্দাদের উপকূলীয় এলাকা থেকে দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, প্রবল দোলনের কারণে বিভিন্ন শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে, মানুষ ঘর থেকে বের হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে শুরু করে। এদিকে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানায়, জাপানের হনসু দ্বীপের পূর্ব উপকূলে আরও ৫.৫ মাত্রার এবং দক্ষিণ-পশ্চিম রিকিইউ দ্বীপে ৩.৩ মাত্রার ভূকম্পন রেকর্ড করা হয়েছে।
এখন পর্যন্ত কোনও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে স্থানীয় প্রশাসন। নতুন কোনও কম্পন কিংবা সুনামি আঘাত হানলে দ্রুত সতর্কতা জারি করা হবে বলে জানিয়েছে জেএমএ।
সবার দেশ/কেএম




























