রাতভর পুলিশি পাহারায় সমাধি এলাকা
শহীদ ওসমান হাদির কবর দেখতে মানুষের ভিড়
শহীদ শরিফ ওসমান হাদির শেষ বিদায়ের পরও তার কবর জিয়ারত করতে মানুষের ভিড় কমছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলে সন্ধ্যা পেরিয়ে রাত নামলেও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। শোকাতুর মানুষ প্রিয় এ বিপ্লবীর কবরের পাশে দাঁড়িয়ে নীরবে দোয়া করছেন এবং শ্রদ্ধা জানাচ্ছেন।
সরেজমিনে দেখা গেছে, হাদি চত্তর ও টিএসসি এলাকার ব্যারিকেডগুলো তুলে দেয়া হলেও সমাধি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। কবরস্থানের সামনের নিরাপত্তা বলয় কিছুটা শিথিল করা হলেও নিরাপত্তার স্বার্থে রাতভর পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়েছে। রাতে কাউকে কবরের একদম কাছে বা ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না; দর্শনার্থীরা প্রধান ফটকের বাইরে থেকেই দোয়া ও মোনাজাত করছেন।
আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কর্মকর্তারা জানিয়েছেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং সমাধিস্থলের পবিত্রতা রক্ষায় রাতে পুলিশ মোতায়েন থাকবে। আগামীকালও এ এলাকায় বাড়তি সতর্কতা বজায় রাখার পরিকল্পনা রয়েছে।
এর আগে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে রাষ্ট্রীয় ও ধর্মীয় মর্যাদায় শরিফ ওসমান হাদিকে দাফন করা হয়। তার জানাজায় অংশ নিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ লাখো মানুষ। জাতীয় কবির পাশে এ তরুণ বিপ্লবীর ঠাঁই হওয়াকে দেশের সার্বভৌমত্ব ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামের এক অনন্য স্বীকৃতি হিসেবে দেখছেন সাধারণ মানুষ। রাত বাড়ার সাথে সাথে কবরের আশপাশে স্তব্ধতা নামলেও মানুষের আসা-যাওয়া থামেনি, যা হাদির প্রতি সাধারণ জনগণের গভীর ভালোবাসারই বহিঃপ্রকাশ।
সবার দেশ/কেএম




























