Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৫:৫০, ২৫ অক্টোবর ২০২৫

আপডেট: ০৫:৫৩, ২৫ অক্টোবর ২০২৫

গার্মেন্টস, বিমানবন্দর ও ইপিজেডে আগুনের জল্পনা

আগুন আতঙ্কে দেশ, সর্বত্র সতর্কতা জারি

আগুন আতঙ্কে দেশ, সর্বত্র সতর্কতা জারি
ছবি: সংগৃহীত

একটির পর একটি ধারাবাহিক ও ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্কে পুরো দেশ। রাজধানী থেকে চট্টগ্রাম—গার্মেন্টস, রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল, এমনকি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত আগুনে পুড়ছে স্থাপনা, মালামাল ও মানুষের জীবন। সরকার বলছে, নাশকতার প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেয়া হবে; অন্যদিকে রাজনৈতিক মহলে চলছে নানা জল্পনা–এ আগুন কি নিছক দুর্ঘটনা, নাকি নির্বাচনের প্রাক্কালে আরেক ধরনের ষড়যন্ত্র?

মিরপুরের ভয়াবহ ট্র্যাজেডি

১৪ অক্টোবর মিরপুরের শিয়ালবাড়িতে আনোয়ার ফ্যাশন ও আলম ট্রেডার্স নামে রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডে ১৬ জন প্রাণ হারান। ফায়ার সার্ভিস ইতিমধ্যে ঘটনাটি তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন করেছে। স্থানীয়দের অভিযোগ, পুরো মিরপুরজুড়েই এ রকম বিপজ্জনক কেমিক্যালের অবৈধ গোডাউন ছড়িয়ে আছে—ঝুঁকিপূর্ণ ভবনে রাখা এসব দাহ্য পদার্থে যে কোনও সময় বড় বিপর্যয় ঘটতে পারে। নির্বাচনের সময় ঘনিয়ে আসায় এলাকার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে, কারণ, ‘কে কখন কার স্বার্থে কী ঘটিয়ে দেয়,’—এ অনিশ্চয়তা তাদের তাড়িয়ে বেড়াচ্ছে।

ইপিজেডে আগুনে আতঙ্কে শিল্প এলাকা

মিরপুরের ঘটনার দুদিন পর, ১৬ অক্টোবর চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় ইপিজেডজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে দেখা গেছে ‘বৃষ্টির জন্য অপেক্ষা করতে’। শেষ পর্যন্ত রাতের বৃষ্টিই আগুন নেভাতে সাহায্য করে। গার্মেন্টস মালিকদের মতে, 

নির্বাচনকে সামনে রেখে যেভাবে দেশজুড়ে ষড়যন্ত্র চলছে, তাতে পোশাক শিল্পে অগ্নিসন্ত্রাস হলে অর্থনীতি বিপর্যস্ত হবে।

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনে বিপুল ক্ষতি

১৮ অক্টোবর ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের বিশাল অংশ। আমদানি করা পণ্য রাখার পুরো এলাকাই পুড়ে যায়। সরকারি ছুটির দিনে দুপুর পর্যন্ত কাজ চললেও বিকেলে হঠাৎ করেই আগুন ছড়িয়ে পড়ে। আনসার সদস্যরা দ্রুত সবাইকে সরিয়ে নিলেও রক্ষা হয়নি পণ্যের। প্রাথমিক হিসাব অনুযায়ী ক্ষতি এক বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

বিকেএমইএ ও ইএবি’র সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, এটি দেশের অর্থনীতির জন্য ভয়াবহ আঘাত। এত সংবেদনশীল স্থানে আগুন লাগা নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকেই প্রমাণ করে।

ঔষধ শিল্প সমিতির মহাসচিব ড. মো. জাকির হোসেন জানান, শুধু ওষুধের কাঁচামালের ক্ষতিই ২০০ কোটির বেশি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ফায়ার সার্ভিস আলাদা আলাদা তদন্ত কমিটি করেছে, তবে কোনো প্রতিবেদন এখনো প্রকাশ পায়নি।

শিক্ষা প্রতিষ্ঠানে সতর্কতা নোটিশ

এ ধারাবাহিক অগ্নিকাণ্ডের পরদিনই ১৯ অক্টোবর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর সব স্কুল, কলেজ ও দফতরে জরুরি নোটিশ জারি করে। এতে প্রত্যেক শিক্ষক ও কর্মচারীকে অফিস ত্যাগের সময় সব বৈদ্যুতিক সুইচ, ফ্যান, কম্পিউটার ও এসি বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।

ফায়ার সার্ভিসের হিসাব: প্রতিদিন ৭৫টির বেশি অগ্নিকাণ্ড

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, প্রতিদিন গড়ে ৭৫টি অগ্নিকাণ্ড ঘটে, আর শুষ্ক মৌসুমে তা বেড়ে দাঁড়ায় ১০০-এরও বেশি। বেশির ভাগ আগুন তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনা হয়, তবে সাম্প্রতিক বড় অগ্নিকাণ্ডগুলোতে বিশেষ পদ্ধতিতে কাজ করতে হয়েছে।

আন্তর্জাতিক ফরেনসিক তদন্তের উদ্যোগ

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, শাহজালাল বিমানবন্দরের আগুনের রহস্য উদ্ঘাটনে স্কটল্যান্ড ইয়ার্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্ক সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আন্তর্জাতিক ফরেনসিক তদন্তের মাধ্যমে জানা যাবে আগুনের প্রকৃত কারণ।

তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা এক সপ্তাহের ‘অগ্নি সুরক্ষা প্রস্তুতি সপ্তাহ’ ঘোষণার নির্দেশ দিয়েছেন। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এ সপ্তাহে নিজেদের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করতে বলা হয়েছে।

রাজনৈতিক অস্থিরতার ছায়ায় দেশজুড়ে এ ধারাবাহিক অগ্নিকাণ্ড এখন জনমনে প্রশ্ন তুলেছে—এগুলো কি কেবল দুর্ঘটনা, নাকি একটি সুপরিকল্পিত বার্তা?

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি