Sobar Desh | সবার দেশ মো. নুরুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ০০:০১, ১৭ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০০:০৫, ১৭ ডিসেম্বর ২০২৫

বিজিবির অভিযান

ধামইরহাট সীমান্তে মাদকসহ চোরাকারবারি আটক

ধামইরহাট সীমান্তে মাদকসহ চোরাকারবারি আটক
ছবি: সবার দেশ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ এক চোরাকারবারিকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, ১৬ ডিসেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মো. এরশাদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৩/৭-এস থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ফার্সিপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ৩৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. জাহানুর আলম জনি (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃত জাহানুর আলম জনি ধামইরহাট উপজেলার ছাইতান কুড়ি গ্রামের বাসিন্দা। তিনি মো. আবু বক্করের ছেলে। বিজিবি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাকে মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার তথ্য পেয়েছে বলে জানা গেছে।

আটকের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মাদকদ্রব্য ও আটক আসামীর বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি শেষে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্ত এলাকায় গরু ও মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান আরও জোরদার করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

প্যারিসে নিরাপত্তাজনিত কারণে নববর্ষের কনসার্ট বাতিল
বিতর্কিত অঙ্গভঙ্গি, মুকুট হারালেন মিস ফিনল্যান্ড
৩০ হাজার আওয়ামী কর্মীকে আশ্রয় দিয়েছে ভারত: হাসনাত
অসলো ত্যাগ করলেন নোবেলজয়ী মাচাদো
আওয়ামী সন্ত্রাসীদের দেখামাত্র গ্রেফতারের নির্দেশ
চট্টগ্রামের ছোট সাজ্জাদ ও তার স্ত্রীর জামিন স্থগিত
প্রেসিডেন্ট হলে মেসিকে বার্সাতে ফেরাবেন মার্ক সিরিয়া
হাদির মৃত্যুর খবর ভিত্তিহীন: ইনকিলাব মঞ্চ
অত্যন্ত সংকটাপন্ন হাদি, দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার
বাংলাদেশকে আসামের মুখ্যমন্ত্রীর কড়া ‘হুমকি’
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যাকারী গৃহকর্মী আয়েশার স্বীকারোক্তি
বইমেলা ২০ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ
নির্বাচন নিয়ে ভারতের নসিহত অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা
অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করা ১৪ আন্দোলনকারী বরখাস্ত
ঢাকার ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা
বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে উগ্রবাদী হুমকির অভিযোগ
হাদিকে গুলির আগে ফয়সাল তার বান্ধবীকে দেন দেশ কাঁপানোর বার্তা