Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৫, ১৭ ডিসেম্বর ২০২৫

শেখ হাসিনার উসকানি বন্ধ করুন

নির্বাচন নিয়ে ভারতের নসিহত অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা

নির্বাচন নিয়ে ভারতের নসিহত অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভারতের অযাচিত নসিহতকে কড়া ভাষায় প্রত্যাখ্যান করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশ একটি সুষ্ঠু, অবাধ ও অলোপ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এ ক্ষেত্রে প্রতিবেশী দেশের কোনও উপদেশ বা হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। 

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ের নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে এসব মন্তব্য তিনি তুলে ধরেন।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, গত ১৫ বছর ধরে দেশে যে ধরনের 'প্রহসনের নির্বাচন' অনুষ্ঠিত হয়েছে, তখন ভারত কোনও কথা বলেনি। কিন্তু এখন যখন বাংলাদেশ একটি সত্যিকারের গণতান্ত্রিক নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তখনই তারা নসিহত শুরু করেছে। এটি আমরা অগ্রহণযোগ্য বলে মনে করি, তিনি জোর দিয়ে বলেন। তিনি আরও যোগ করেন, বর্তমান সরকার অত্যন্ত সুস্থ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতিবদ্ধ, যা গতকালের মতো আর হবে না।

শেখ হাসিনার বিষয়ে কথা বলতে গিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত হয়ে ভারতে আশ্রয় নিয়েছে বলে শেখ হাসিনা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এখন সংবাদমাধ্যমেও বক্তব্য দিচ্ছেন। তার এসব উক্তিতে উসকানি ও অস্থিরতা সৃষ্টির প্রচেষ্টা স্পষ্ট। আমরা নিশ্চয়ই আপত্তি জানাবো এবং তাকে দেশে ফেরত আনবার দাবি জানাবো। কিন্তু ভারত তাকে ফেরত পাঠাচ্ছে না, তার বক্তব্যও বন্ধ করছে না। উল্টো তারা সাম্প্রতিককালে নির্বাচন নিয়ে নসিহত করেছে, তিনি অভিযোগ তুলে ধরেন।

সম্প্রতি এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর ‘সেভেন সিস্টারস’ মন্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করেন, বাংলাদেশ কখনও সন্ত্রাসবাদ বা বিচ্ছিন্নতাবাদকে সমর্থন করে না। কোনও রাজনৈতিক নেতা ব্যক্তিগত মন্তব্য করতে পারেন, কিন্তু কোনও সরকার এটাকে সমর্থন করবে না। আমরা কোনও বিচ্ছিন্নতাবাদীকে আমাদের ভূমিতে আশ্রয় দেবো না, তিনি জানান।

এছাড়া, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুক্তিযুদ্ধ নিয়ে সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ভারত সর্বদা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভূমিকাকে খাটো করে দেখানোর চেষ্টা করে। এটি আমরা মোটেও গ্রহণযোগ্য মনে করি না, তিনি জোরালো ভাষায় প্রতিবাদ জানান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে তরুণীকে ধর্ষণ করলো ভারতীয় ক্যাবচালক
চ্যাটিং গ্রুপে গার্লফ্রেন্ডের ভিডিও ছড়ালেন প্রেমিক
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাদি, সিঙ্গাপুরেই অপারেশন
হাসিনাসহ ১২ সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ
খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল—ডা. জাহিদ
মালয়েশিয়ায় বাংলাদেশীসহ ৪০২ অবৈধ অভিবাসী গ্রেফতার
ভারতকে এমন শিক্ষা দিয়েছি, তারা কোনোদিন ভুলবে না: শেহবাজ শরিফ
কাদের–আরাফাতসহ ৭ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
‘নিজের মতো করে খুশি থাকো’
নিরাপত্তা চেয়ে ইসির কাছে আবেদন সিগমা-ফুয়াদের
নির্বাচনী ফান্ড ও ক্যাম্পেইনের অগ্রগতি জানালেন আসিফ মাহমুদ
নারী হোস্টেল থেকে এনসিপি নেত্রীর লাশ উদ্ধার
কাদের–আরাফাতসহ ৭ আওয়ামী নেতা অভিযুক্ত
নিকুঞ্জের সামনে ট্রাক উল্টে অচল এয়ারপোর্ট রোড
ভারতীয় ভিসা সেন্টার ফের চালু
প্যারিসে নিরাপত্তাজনিত কারণে নববর্ষের কনসার্ট বাতিল
বিতর্কিত অঙ্গভঙ্গি, মুকুট হারালেন মিস ফিনল্যান্ড
৩০ হাজার আওয়ামী কর্মীকে আশ্রয় দিয়েছে ভারত: হাসনাত
অসলো ত্যাগ করলেন নোবেলজয়ী মাচাদো
আওয়ামী সন্ত্রাসীদের দেখামাত্র গ্রেফতারের নির্দেশ
চট্টগ্রামের ছোট সাজ্জাদ ও তার স্ত্রীর জামিন স্থগিত
প্রেসিডেন্ট হলে মেসিকে বার্সাতে ফেরাবেন মার্ক সিরিয়া