শাহবাগে উপদেষ্টা রিজওয়ানা হাসান
অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হবে হাদি হত্যার বিচার
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদেই সম্পন্ন করা হবে বলে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর শাহবাগ মোড়ে আন্দোলনরত ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি এ আশ্বাস দেন।
উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, আগামী ৭ জানুয়ারি ২০২৬ তারিখের পর এ হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট চার্জশিট বা অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে। চার্জশিট পরবর্তী বিচারিক কার্যক্রম দ্রুততম সময়ে শেষ করে রায় ঘোষণার নিশ্চয়তা দেন তিনি।
বিচারের রোডম্যাপ ও সরকারের পদক্ষেপ
আন্দোলনকারীদের আশ্বস্ত করে উপদেষ্টা বলেন, শহীদ হাদির মৃত্যু পুরো জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। সরকার শুরু থেকেই খুনিদের শনাক্ত করতে কাজ করে যাচ্ছে। তদন্তের অগ্রগতি সম্পর্কে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন:
- চার্জশিটের তারিখ: সব ধরনের ফরেনসিক ও বৈজ্ঞানিক পরীক্ষা শেষ করে ৭ জানুয়ারির পর নির্ভুল চার্জশিট দেয়া হবে।
- দ্রুত বিচার: অতীতে ‘আসিয়া হত্যাকাণ্ড’ যেভাবে মাত্র ছয় কার্যদিবসে বিচার হয়েছে, হাদি হত্যার বিচারও সে গতিতে করার সর্বোচ্চ চেষ্টা থাকবে।
- ভারতে পলাতকদের ফিরিয়ে আনা: হত্যাকাণ্ডের মূল হোতারা যদি সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে গিয়ে থাকে, তবে তাদের ফিরিয়ে আনতে কূটনৈতিক যোগাযোগ করা হয়েছে। ভারত সরকার আশ্বাস দিয়েছে, আসামিদের খুঁজে পাওয়া গেলে তারা বাংলাদেশকে পূর্ণ সহযোগিতা করবে।
- অনুপস্থিতিতে বিচার: যদি আসামিদের ধরা সম্ভব না হয়, তবে আইনি প্রক্রিয়া মেনে তাদের অনুপস্থিতিতেই (In absentia) বিচার কাজ সম্পন্ন করা হবে।
তদন্তের বর্তমান অবস্থা ও ডিএমপি কমিশনারের বক্তব্য
উপদেষ্টার সঙ্গে শাহবাগে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি জানান, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো এ রহস্যজনক হত্যাকাণ্ডের মূলে পৌঁছাতে সক্ষম হয়েছে। এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি পিস্তল ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এছাড়াও এ ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ২১৮ কোটি টাকার সই করা চেক পুলিশ হেফাজতে রয়েছে। কমিশনার ঘোষণা দেন যে, হাদি হত্যার পেছনে মূলে যারা রয়েছে, তদন্ত শেষে প্রত্যেকের নাম-ঠিকানা জনসমক্ষে উন্মোচন করা হবে।
‘হাদি আমার ভাই ছিলো’
আবেগী কণ্ঠে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন,
হাদিকে আমি আমার ছোট ভাই মনে করতাম। যে মানুষের জানাজায় ১৫ লাখ মানুষ অংশ নেয়, সে মানুষের হত্যার বিচার নিশ্চিত করা আমাদের জাতীয় পবিত্র দায়িত্ব।
তিনি আরও জানান, সরকার শহীদ হাদির পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং বিচারের আগ পর্যন্ত এ প্রতিশ্রুতি থেকে বিচ্যুত হবে না।
উপদেষ্টার এ আশ্বাসের পর ইনকিলাব মঞ্চের নেতারা বলেন, তারা সরকারের এ ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন, তবে বিচার শেষ না হওয়া পর্যন্ত রাজপথের অতন্দ্র প্রহরী হিসেবে তাদের নজরদারি অব্যাহত থাকবে।
সবার দেশ/কেএম




























