Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৪, ২৮ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১২:৩৪, ২৮ ডিসেম্বর ২০২৫

১১ জন গ্রেফতার, চার্জশিট জানুয়ারির প্রথম সপ্তাহে

হাদি হত্যার মূল ঘাতক ভারতে পলাতক: পুলিশের স্বীকারোক্তি

হাদি হত্যার মূল ঘাতক ভারতে পলাতক: পুলিশের স্বীকারোক্তি
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের তদন্তে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার (২৮ ডিসেম্বর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এ হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল এবং তার এক সহযোগী সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়েছেন।

পূর্ব-পরিকল্পিত হত্যাকাণ্ড ও তদন্তের অগ্রগতি

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. নজরুল ইসলাম জানান, এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড ছিলো। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, মূল ঘাতক ফয়সাল এবং তার এক সহযোগী ময়মনসিংহের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন। তবে পুলিশ এ মামলার রহস্য উন্মোচনে বড় ধরনের সাফল্য পেয়েছে। এখন পর্যন্ত মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে ৬ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

দ্রুততম সময়ে চার্জশিট প্রদানের ঘোষণা

সংবাদ সম্মেলনে জানানো হয়, মামলার তদন্ত কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আগামী ৭ থেকে ৮ দিনের মধ্যে, অর্থাৎ ৭ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যেই আদালতে অভিযোগপত্র বা চার্জশিট দাখিল করা হবে। পুলিশ কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন যে, মূল আসামিরা দেশের বাইরে থাকলেও তাদের বিরুদ্ধে ইন-অ্যাবসেনশিয়া বা অনুপস্থিতিতে বিচার প্রক্রিয়া শুরুর ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপি কমিশনারের বক্তব্য

এর আগে শনিবার রাতে শাহবাগে আন্দোলনরত ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছিলেন যে, এ হত্যাকাণ্ডের পেছনে একাধিক প্রভাবশালী ব্যক্তির সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তিনি বলেন, পুলিশ, ডিবি ও র‍্যাবসহ সব গোয়েন্দা সংস্থা একযোগে কাজ করছে। তদন্তের স্বার্থে সব তথ্য এখন প্রকাশ না করলেও অপরাধীদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না।

উদ্ধারকৃত আলামত ও পরবর্তী পদক্ষেপ

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও মোটরসাইকেল ছাড়াও গুরুত্বপূর্ণ কিছু আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। পলাতক আসামিদের ফিরিয়ে আনতে ইতোমধ্যে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ শুরু হয়েছে। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর পল্টনে গুলিবিদ্ধ হওয়ার পর ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি। এ হত্যাকাণ্ডের পর থেকেই ইনকিলাব মঞ্চ অপরাধীদের গ্রেফতারের দাবিতে শাহবাগ অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ