Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:০২, ২৪ ডিসেম্বর ২০২৫

বিমানবন্দরে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ, সিসি ক্যামেরায় মোড়া তিনশ ফিট

তারেক রহমানের প্রত্যাবর্তনে রাজধানীজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা

তারেক রহমানের প্রত্যাবর্তনে রাজধানীজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে রাজধানী ঢাকা ও বিমানবন্দর এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামীকাল ভোরে তার আগমণ এবং তিনশ ফিট এলাকায় অনুষ্ঠেয় গণসংবর্ধনাকে কেন্দ্র করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, তিনশ ফিট ও গুলশান এলাকায় বিশেষ নিরাপত্তাবলয় গড়ে তুলবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিমানবন্দরে ড্রোন উড্ডয়নে কড়া নিষেধাজ্ঞা

নিরাপদ বিমান চলাচল এবং ভিভিআইপি নিরাপত্তা নিশ্চিত করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ সকল বিমানবন্দর ও এর পার্শ্ববর্তী এলাকায় ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এক চিঠিতে জানানো হয়েছে, গত ১৯ ডিসেম্বর বিমানবন্দরে ড্রোন উড়িয়ে ছবি ধারণের ফলে বিমান চলাচলে ঝুঁকির সৃষ্টি হয়েছিলো। তাই তারেক রহমানের প্রত্যাবর্তনকালে কোনও ধরনের অনুমোদনহীন ড্রোন ওড়ানো যাবে না। যদি কোনও সন্দেহজনক ড্রোন দেখা যায়, তবে তা তাৎক্ষণিক নামিয়ে ফেলার জন্য বিশেষ টিম প্রস্তুত রাখা হয়েছে।

তিনশ ফিট এলাকা সিসি ক্যামেরার আওতায়

সংবর্ধনাস্থল ও এর আশেপাশের এলাকায় কয়েকশ সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। পুরো এলাকা নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য তিনশ ফিটে একটি অস্থায়ী কন্ট্রোল রুম বসানো হয়েছে। সেখান থেকে ডিএমপি কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন। সংবর্ধনা মঞ্চ ও তার আশপাশে ডগ স্কোয়াড এবং মেটাল ডিটেক্টর দিয়ে বিশেষ তল্লাশি বা সুইপিং কার্যক্রম পরিচালনা করবে পুলিশ।

মোতায়েন থাকবে ৬ হাজার পুলিশ ও বিশেষ বাহিনী

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, আগামীকাল সকাল থেকে বিমানবন্দর, তিনশ ফিট ও গুলশান এলাকায় অন্তত ৬ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি পুলিশের এলিট ফোর্স সোয়াট ও বোম্ব ডিসপোজাল ইউনিট সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। র‍্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন।

যান চলাচলে ডাইভারশন

বিশাল এ জনসমাগম ও ভিভিআইপি মুভমেন্টের কারণে রাজধানীর বেশ কিছু সড়কে যান চলাচল ডাইভারশন করার সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি। বিমানবন্দর সড়ক ও পূর্বাচলগামী সড়কে যাতে যানজট সহনীয় পর্যায়ে থাকে, সেজন্য ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আজ সুনির্দিষ্ট নির্দেশনা বা রোডম্যাপ জারি করা হতে পারে।

গতকাল ডিএমপির পদস্থ কর্মকর্তারা কয়েক দফা তিনশ ফিট ও সংবর্ধনাস্থল পরিদর্শন করেছেন। রাজনৈতিক উত্তাপ এবং বিপুল মানুষের উপস্থিতির কথা মাথায় রেখেই কোনও ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে প্রশাসন।

সবার দেশ/কেএম

সর্বশেষ